ADRYL SYRUP

0
596

এড্রিল 
ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি


ADRYL SYRUP
ADRYL-SYRUP

উপাদান 

এড্রিল সিরাপ : প্রতি ৫ মি.লি. সিরাপে রয়েছে ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি ১০ মি.গ্রা .। 

ফার্মাকোলজি 

ADRYL SYRUP:-এটি ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড নামক একটি কার্যকর ।

এন্টিহিস্টামিন দ্বারা প্রস্তুতকৃত । এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রসহ সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে ।
এর কিছু অংশ অপরিবর্তনীয় অবস্থায় মূত্রের সাথে নির্গত হয় এবং বাকীটুকু যকৃতে
মেটাবলাইজড হয় । 


নির্দেশনা

ADRYL SYRUP এড্রিল উল্লেখিত উপসর্গ সমূহে ব্যবহৃত হয়- ১ ) মৌসুমী ও বছরব্যাপী


ভেসােমােটর রাইনাইটিস ২ ) আর্টিকেরিয়া , এনজিওইডিম ও অ্যানাফাইল্যাক্সিস ৩ )


রাইটিস ৪ ) প্রিএনেসথেটিক হিসেবে বমি / ভ্রমণজনিত পীড়ায় ৫ ) বিবিধরােগ যেমন-


মেনিয়ার’স ডিজিস এবং পারকিনসনিজম ৬ ) ঠাণ্ডা এবং কাশি । ইহা মাঝে মাঝে


ইনসােমনিয়া ( অনিদ্রায় ) ব্যবহার করা যেতে পারে ।

মাত্রা ও ব্যবহারবিধি 

ADRYL SYRUP প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে : দৈনিক ২৫ মি.গ্রা .


থেকে ৫০ মি.গ্রা . ( ১২.৫-২৫ মি.লি. সিরাপ ) ৩-৪ বার । ৬-১২ বছরের 

শিশুদের ক্ষেত্রে : দৈনিক ১০ মি.গ্রা . ( ৫ মি.লি. সিরাপ ) ৩-৪ বার । ১-৬ বছরের


শিশুদের ক্ষেত্রে : দৈনিক ৫ মি.গ্রা . ( ২.৫ মি.লি. ) ৩-৪ বার । দৈনিক সর্বোচ্চ

৩০০ মি.গ্রা .। 

ভ্রমণজনিত পীড়ায় : 

ADRYL SYRUP প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে : দৈনিক ২৫-৫০ মি.গ্রা . ( ১২.৫-২৫ মি.লি


সিরাপ ) ৩-৪ বার । শিশুদের ক্ষেত্রে ( ৯.১ কে.জি এর উর্ধে ) : দৈনিক ১২.৫ মি.গ্রা .


থেকে ২৫ মি.গ্রা . ( ৬.২৫-১২.৫ মি.লি. সিরাপ ) ৩-৪ বার । প্রথম মাত্রাটি ভ্রমণ শুরুর


৩০ মিনিট পূর্বেই গ্রহণ করতে হবে । তন্দ্রাচ্ছন্নতা : প্রাপ্ত বয়স্ক ও ১২ বছরের উর্ধে শিশুদের

ক্ষেত্রে : দৈনিক ২০ থেকে ২৫০ মি.গ্রা .। পারকিনসনিজম : প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে : দৈনিক ২৫ – ৫০ মি.গ্রা , ( ১২.৫ ২৫ মি.লি.


সিরাপ ) ৩-৪ বার । শিশুদের ক্ষেত্রে ( ৯.১ কে.জি এর উর্দ্ধে ) : দৈনিক ১২.৫ মি.গ্রা .


থেকে ২৫ মি.গ্রা . ( ৬.২৫-১২ মি.লি. সিরাপ ) ৩-৪ বার । দৈনিক সর্বোচ্চ ৩০০ মি.গ্রা .। 

ADRYL SYRUP সর্দি ও কাশি : প্রাপ্ত বয়স্ক : দৈনিক ২৫ মি.গ্রা . ( ১২.৫ মিলি , সিরাপ )


প্রতি ৪ ঘন্টা অন্তর । দৈনিক সর্বোচ্চ ১৫০ মি.গ্রা . । ৬-১২ বছরের শিশু : দৈনিক ১২.৫


মি.গ্রা . ( ৬.২৫ মি.লি. সিরাপ ) প্রতি ৪ ঘন্টা অন্তর । দৈনিক সর্বোচ্চ ৭৫ মি.গ্রা .।


২-৬ বছরের শিশু : দৈনিক ৬.২৫ মি.গ্রা . ( ৩.১৩ মি.লি , সিরাপ ) প্রতি ৪ ঘন্টা অন্তর ।


দৈনিক সর্বোচ্চ ২৫ মি.গ্রা .। 


প্রতিনির্দেশনা 

অপ্রাপ্ত বয়স্ক এবং নবজাতকদের ক্ষেত্রে ।ADRYL SYRUP যেকোন রােগী যাদের ক্ষেত্রে


তন্দ্রাভাব অপ্রত্যাশিত যেমন- ড্রাইভার , মেশিন অপারেটর , এ্যালকোহল এবং কেন্দ্রীয়


স্নায়ুতন্ত্র অবসন্নতাকারী একসাথে সেবন করলে তন্দ্রাভাব আরাে ত্বরান্বিত হয় ।

সতর্কতা

ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড অথবা এই ওষুধের যেকোন উপাদানের প্রতি


যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে । 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া


পরিপাকতন্ত্র থেকে এন্টি – টিউবারকুলার এজেন্ট প্যারা অ্যামিনাে স্যালিসাইলিক


এসিডের শােষণ বিঘ্নিত করে ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড । এছাড়া


এ্যালকোহল এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবসন্নতাকারী ওষুধের সাথেও এর পার্শ্ব


প্রতিক্রিয়া রয়েছে । MAO ইনহিবিটরসগুলাে এন্টিহিস্টামিনের এন্টিকোলিনার্জিক


প্রভাবকে আরাে গাঢ় ও বিলম্বিত করে । 

মাত্রাধিক্যতা

প্রয়োজনের অতিরিক্ত অধিক মাত্রায় এটি সেবনে- এন্টিহিস্টামিনের ওভারডােজের


ফলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবসন্নতা ও উত্তেজনা দুইটি হতে পারে । উত্তেজনা সাধারণত


শিশুদের ক্ষেত্রে বেশী হয় । এট্রোপিনের মত লক্ষণ ও উপসর্গ যেমন- মুখ শুকিয়ে যাওয়া ,


ফিক্সড ও ডাইলেটেড পিউপিল , ফ্লাশিং গ্যাস্ট্রোইনটেস্টিনাল সিম্পটম দেখা যেতে পারে ।


যদি একটি ডােজ মিস হয় , তবে পরবর্তী ডােজ ঠিক সময়ে পরিমান মত নিতে হবে এবং


একটি বাদপড়া ডােজের ক্ষতিপূরণ স্বরূপ কখনােই ডাবল ডােজ একসাথে নেয়া যাবে না । 

পার্শ্ব প্রতিক্রিয়া 

তন্দ্রাভাব , মাথা ঝিমঝিম ভাব , মুখ শুকিয়ে যাওয়া , ঝাপসা দৃষ্টি , মাথাব্যথা ও


বমি বমি ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে । 

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার


 ADRYL SYRUP গর্ভাবস্থায় ব্যবহার সমন্ধীয় পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত কোন

স্টাডি ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইডের ক্ষেত্রে পাওয়া যায়নি । গর্ভবতী

মায়েদের ক্ষেত্রে যদি অতীব প্রয়ােজনীয়তা থাকে তবে গ্রহণ করা যেতে পারে ।

স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড

নির্দেশিত নয় । 

সংরক্ষণ 

শিশুদের নাগালের বাইরে রাখুন । আলাে থেকে দূরে , ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন । 

সরবরাহ

এড্রিল সিরাপ : প্রতিটি বােতলে আছে ১০০ মি.লি. সিরাপ এবং একটি


মাত্রা পরিমাপক কাপ । CLICK HEARE